ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আবেদন করার নিয়ম কোন পরিবর্তন করা হয়নি । আগের মতো একইভাবে টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশী নাগরিকরা । তবে এখন থেকে যে ভিসা দেওয়া হবে তার মেয়াদ থাকবে 30 দিন ।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা খরচ
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে একটা নির্ধারিত ফি ধারণ করা হয়েছে । ইন্ডিয়ান টুরিস্ট ভিসা ফি হলো মাত্র 900 টাকা ।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে আমাদের যে যে কাগজপত্র প্রয়োজন সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো
- আসল পাসপোর্ট এবং ভিসা স্ট্যাম্পের জন্য দুটি খালি পৃষ্ঠা রাখতে হবে এবং পাসপোর্ট প্রস্থানের তারিখের পর থেকে নিম্নতম ৬ মাসের বৈধতা ।।
- ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদন ফরম অনলাইনে পূরণ করতে হবে ।
- আবেদনকারীর স্বাক্ষর থাকতে হবে ।
- পাসপোর্ট সাইজের সদ্যতোলা দুটি ছবি ।
- খেয়াল রাখতে হবে ছবিটি যেন স্ক্যান করা বা পূর্বে কোন ভিসায় ব্যবহার করা না হয় ।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন হবে
আমরা পূর্বে জেনেছি আমাদের যাদের পুরনো ভিসার মেয়াদ আছে তাদেরকেও আবার নতুন করে ভিসার জন্য আবেদন করতে হবে । পুরনো ভিসায় কাজ হবে না আমাদের নূতন ইন্ডিয়ান টুরিস্ট ভিসার যে আপডেট দিয়েছে তাতে জানানো হয়েছে যে নতুন ভিসার মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে । ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে মাত্র 30 দিন ।
স্থলপথে টুরিস্ট ভিসায় ইন্ডিয়া যাওয়ার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা নিয়ে বেনাপোল ও আগরতলা স্থল পথ দিয়ে যদি ইন্ডিয়া যেতে চান তাহলে আপনার যে সকল ডকুমেন্ট প্রয়োজন
- প্রথমে আপনার একটি পাসপোর্ট এবং একটি টুরিস্ট ভিসা থাকতে হবে ।
- যদি আপনার ডাবল ডেস ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে আপনাকে Rt-pcr টেস্ট করে 72 ঘন্টার ভিতরে ইন্ডিয়া প্রবেশ করতে হবে ।
- সিম্পল দেওয়ার 72 ঘন্টার ভিতরে রিপোর্ট নিয়ে ইন্ডিয়া প্রবেশ করতে হবে ।
- যারা বুস্টার ডোজ নিয়েছেন তাদের কোন ধরনের Rt-pcr টেস্ট করাতে হবে না । শুধুমাত্র বুস্টার ডোজ এর সনদ থাকলে হবে।
বিমান পথে টুরিস্ট ভিসা ইন্ডিয়া যাওয়ার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন
বিমান পথে ইন্ডিয়া যেতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয় ।
- একটি সঠিক পাসপোর্ট ও টুরিস্ট ভিসা থাকতে হবে ।
- যদি ডাবল ডেস ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে আপনাকে Rt-pcr টেস্ট করাতে হবে না । শুধু এয়ার সুবিধার রেজিস্ট্রেশন করে নিতে হবে ।